Donald Trump at Saudi Arabia

সৌদি আরবে গিয়ে ৫১ লক্ষ কোটি টাকার বাণিজ্যচুক্তি করলেন ট্রাম্প! বিনিয়োগের তালিকায় কী কী?

আমেরিকার সংবাদমাধ্যমের একাংশের দাবি, ট্রাম্পের এ বারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য ১ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ২২:৪৬
Share:

সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি পিটিআই।

পশ্চিম এশিয়া সফরের প্রথম দিনেই ‘লক্ষ্যমাত্রা’র কাছে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে তাঁর বৈঠকের পর সই হল ৬০ হাজার কোটি ডলারের (৫১ লক্ষ কোটি টাকারও বেশি) দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি! আমেরিকায় ওই অঙ্কের বিনিয়োগ করবে রিয়াধ।

Advertisement

আমেরিকার সংবাদমাধ্যমের একাংশের দাবি, ট্রাম্পের এ বারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য ১ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সেখানে উপসাগরীয় দেশগুলির নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। এর পরে ট্রাম্প যাবেন কাতার সফরে। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে সফরের মাধ্যমে তাঁর তিন দিনের পশ্চিম এশিয়া সফর শেষ হবে।

সৌদি আরবের রাজধানী রিয়াধে মঙ্গলবার স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিতে জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের বিষয়গুলি রয়েছে। এ ছাড়া চূড়ান্ত হয়েছে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। ওই চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে ১৪২০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে সৌদি। সেগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিষেবাও তারা পাবে। এর মধ্যে রয়েছে, বিমানবাহিনীর আধুনিকীকরণ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামুদ্রিক এবং উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীর আধুনিকীকরণ। মহাকাশ নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণও রয়েছে এই তালিকায়। সৌদি আরবের ইতিহাসে এটিই বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement