Russia-Ukraine Conflict

‘ভাল কথা বলেন, সন্ধ্যা হলেই বোমা মারেন’! পুতিনের উপর ক্ষুব্ধ ট্রাম্প ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছেন ইউক্রেনে, নেবেন পুরো দামই

‘আত্মরক্ষার জন্য’ ইউক্রেনের হাতে আমেরিকার ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চলেছেন ট্রাম্প। তবে তার বিনিময়ে সমরাস্ত্র বাবদ পুরো টাকাই নেবে আমেরিকা। রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১০:১৯
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। যে ভাবে আলোচনায় জল ঢেলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ বার ‘আত্মরক্ষার জন্য’ ইউক্রেনের হাতে আমেরিকার ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চলেছেন তিনি। তবে তার বিনিময়ে সমরাস্ত্র বাবদ পুরো টাকাই নেবে আমেরিকা। রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

Advertisement

রবিবার ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেন, “আমরা তাদের (ইউক্রেন) প্যাট্রিয়ট পাঠাব। ওরা মরিয়া হয়ে এটা চাইছিল।” তবে ইউক্রেনকে ঠিক কতগুলি ‘প্যাট্রিয়ট’ আমেরিকা দিচ্ছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট বা পেন্টাগন। তিনি বলেন, “আমি সংখ্যার ব্যাপারে এখনও রাজি হইনি। কিন্তু ওরা (ইউক্রেন) কিছু পেতে চলেছে। কারণ ওদের সুরক্ষার প্রয়োজন।” ট্রাম্প জানান, বেশ কিছু আধুনিক সমরাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে চলেছেন তাঁরা। তবে তার জন্য ভলোদিমির জ়েলেনস্কিদের জন্য কোনও ছাড় দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “১০০ শতাংশ মূল্যই দিতে হবে। এটা আমাদের জন্য একটা ব্যবসা হবে।” চলতি সপ্তাহের গোড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি জানিয়েছেন, ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাওয়ার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে পুতিনের ছ’বার সরাসরি কথা হয়েছে। তার মধ্যে চার বার কথা হয়েছে গত ছ’সপ্তাহের মধ্যে। তবে রফাসূত্র মেলেনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলা যুদ্ধে দাঁড়িও পড়েনি। সেই কারণে একাধিক বার পুতিনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। রবিবারও রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি বহু মানুষকে অবাক করেছেন। পুতিন সুন্দর কথা বলেন। সন্ধ্যা হলে আবার সবাইকে বোমা মারেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement