এইচ-৪ ভিসাতেও এ বার কি কোপ!

ফের খড়্গহস্ত ডোনাল্ড ট্রাম্প। এ বার কোপ পড়ার আশঙ্কা এইচ-১বি ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীর উপরে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৩:৩৯
Share:

ফের খড়্গহস্ত ডোনাল্ড ট্রাম্প। এ বার কোপ পড়ার আশঙ্কা এইচ-১বি ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীর উপরে। এই সংক্রান্ত একটি মামলায় নিজেদের মনোভাব স্পষ্ট করার জন্য আদালতের কাছে দু’মাস সময় চেয়ে নিল ট্রাম্প প্রশাসন। বারাক ওবামার আমলে গৃহীত নীতি অনুযায়ী যোগ্যতা থাকলে আমেরিকায় থেকে কাজের ক্ষেত্রে এইচ-১বি ভিসাধারীর স্বামী কিংবা স্ত্রীকে এইচ-৪ ভিসা দেওয়া হয়। ২০১৫-র ফেব্রুয়ারিতে এই নীতি চালু হওয়ায় উপকৃত হয়েছিলেন ভারতীয়রাও। সংখ্যাটা কয়েক হাজার। কিন্তু মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে ঘাটতির আশঙ্কায় তখনই বেঁকে বসেছিল ‘সেভ জবস ইউএসএ’ নামের একটি সংগঠন। একটি মামলাও হয়েছিল সে বার। প্রথম শুনানিতেই যেটিকে ভিত্তিহীন বলে খারিজ করে দেয় কলম্বিয়া আদালত।

Advertisement

ট্রাম্প ক্ষমতায় আসার পর ফের সুর চড়িয়েছে সংস্থাটি। আবারও এই ভিসার উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আর্জি জানিয়েছে তারা। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সমর্থনও মিলেছে। তবে শেষমেশ ট্রাম্প প্রশাসন ‘সেভ জবস’-এর পক্ষেই দাঁড়াবে কি না, তা স্থির করতে আদালতের কাছে ৬০ দিন সময় চাওয়া হয়েছে।

এইচ-৪ ভিসাধারীরা অবশ্য এখন থেকেই সিঁদুরে মেঘ দেখছেন। গবেষণার কাজ মাঝপথেই থেমে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কেউ। কেউ আবার বিপুল বিনিয়োগ ডুবতে বসেছে ধরে নিয়ে ভয় পাচ্ছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন