মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পই রিপাবলিকান প্রার্থী

কিছুটা যে সন্দেহ-সংশয় ছিল না, তা নয়। কিন্তু সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ২১:৪৫
Share:

কিছুটা যে সন্দেহ-সংশয় ছিল না, তা নয়।

Advertisement

কিন্তু সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পেয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

দিনকয়েক ধরেই রটছিল, প্রাইমারিগুলোতে তাঁর হই হই জয় আর তার পর আরেক রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী ময়দান থেকে সরে আসার পরেও ট্রা্ম্পের পথ নিষ্কণ্টক না-ও হতে পারে। কারণ, অনেক রিপাবলিকান সেনেটরেরই পছন্দ নয় ট্রাম্পকে। প্রাইমারিগুলোর নির্বাচন-পর্বে ট্রাম্পের কথাবার্তার ধরনে রিপাবলিকান পার্টির অনেক সেনেটরই তাঁর ওপর বিস্তর চটেছিলেন। তাঁরা কেউই চাইছিলেন না, রিপাবলিকান পার্টির তরফে তাঁকে আসন্ন্ নির্বাচনে প্রেসিডেন্ট পদ-প্রার্থী করা হোক।

Advertisement

আরও পড়ুন- শ্রমিক ধর্মঘটে অগ্নিগর্ভ গোটা ফ্রান্স: স্তব্ধ রেল, বিমান, বন্দর সব কিছু

কিন্তু যত সংখ্যক সেনেটরের সমর্থন পেয়ে গেলে ট্রাম্পের পক্ষে দলীয় মনোনয়ন পাওয়া সম্ভব, বৃহস্পতিবার তার চেয়ে সাকুল্যে এক জন বেশি সেনেটরের সমর্থন পেয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দরকার ছিল ১২৩৭ জন সেনেটরের সমর্থন। রিপাবলিকান প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১২৩৮ জন সেনেটরের সমর্থন আদায় করে নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন