Viral video

উত্তাল সমুদ্রে ডুবছে জাহাজ, হেলিকপ্টার থেকে উদ্ধারের রুদ্ধশ্বাস ভিডিয়ো ভাইরাল

জার্মানির ব্রেমেরহাভেন থেকে নরওয়ের কলভিরেডে যাচ্ছিল জাহাজটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ১৭:২১
Share:

জাহাজ থেকে উদ্ধারের কাজ চালাচ্ছে হেলিকপ্টার। কপি ছবি থেকে নেওয়া।

‘ইয়েমড্রিক হেনড্রিকা’ নামের ডাচ মালবাহী জাহাজ ভেসে যাচ্ছিল নরওয়ে সাগরে। সেই জাহাজে ছিল বেশ কয়েকটি ছোট ছোট নৌকা। জার্মানির ব্রেমেরহাভেন থেকে নরওয়ের কলভিরেডে যাচ্ছিল জাহাজটি। কিন্তু যাওয়ার পথে ঝোড়ো আবহাওয়ার কারণে সমস্যায় পড়ে জাহাজটি। পাশাপাশি জাহাজের ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। তখন সাহায্যের জন্য নরওয়ে উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মালবাহী জাহাজটির নাবিক ও অন্য কর্মীরা। সেই জাহাজ থেকে কর্মীদের যে ভাবে উদ্ধার করা হয়েছে, সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে নেটমাধ্যমে। যা এখন ভাইরাল।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে, জাহাজের কর্মীদের কী ভাবে হেলিকপ্টারে তুলে উদ্ধার করা হচ্ছে। জানা গিয়েছে, ওই জাহাজের ১২ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধার কাজের সময়ই বেড়ে যায় জাহাজের দুলুনি। তখন জাহাজের বাকি কর্মীরা জলে নামেন। সেখান থেকেই তাঁদের উদ্ধার করে ওই হেলিকপ্টারটি। দেখুন সেই ভিডিয়ো—

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন