Air India

আরও মদ চাই! না দেওয়ায় এয়ার ইন্ডিয়ার পাইলটকে থুতু, গালিগালাজ আইরিশ বিমানযাত্রীর

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার কর্মী উত্তেজিত না হয়ে শান্ত ভাবেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। যদিও তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন ওই আইরিশ মহিলা। এক জন পাইলটকে দেখতে পেয়ে তাঁর গায়ে থুতুও ছেটান তিনি। সঙ্গে জারি ছিল অশ্রাব্য গালিগালাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৩:৫৪
Share:

বিমান সেবককে লক্ষ্য করে চলছে গালাগালি। ছবি: সংগৃহীত।

মত্ত অবস্থায় বিমানসেবকের কাছে আরও মদ চাইছিলেন এক আইরিশ বিমানযাত্রী। দিতে রাজি না হওয়ায় বিমানের ভেতরেই বিমানসেবককে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করলেন তিনি। থুতুও ছেটালেন এয়ার ইন্ডিয়ার পাইলটের গায়ে। আইরিশ বিমানযাত্রীর উন্মত্ত আচরণের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, লন্ডনে এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে ওই মত্ত বিমানযাত্রীকে।

Advertisement

এয়ার ইন্ডিয়ার মুম্বই-লন্ডন আন্তর্জাতিক উড়ানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই মহিলা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি একজন আইনজীবী। উড়ানের শুরু থেকেই তিনি মদ্যপান করছিলেন। তিনি বেসামাল হয়ে পড়লে সেই খবর বিমানের কম্যান্ডারের কাছে পৌঁছে দেন একজন কেবিন ক্রু। এর পর ওই মহিলা যাত্রীকে মদ দিতে নিষেধ করেন কম্যান্ডার। মদ পাওয়া যাবে না, জানতে পেরেই উন্মত্ত হয়ে পড়েন ওই আইরিশ বিমানযাত্রী। অশ্রাব্য গালিগালাজ শুরু করেন তিনি। বর্ণবিদ্বেষী ও জাতিবিদ্বেষী মন্তব্য করা শুরু করেন তিনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার কর্মী উত্তেজিত না হয়ে শান্ত ভাবেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। যদিও তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন ওই আইরিশ মহিলা। এক জন পাইলটকে দেখতে পেয়ে তাঁর গায়ে থুতুও ছেটান তিনি। সঙ্গে জারি ছিল অশ্রাব্য গালিগালাজ।

Advertisement

আরও পড়ুন: ঘণ্টায় ৪৫০০ টাকা বেতন সাফাইকর্মীর চাকরিতে! কেন জানেন?

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পরই গ্রেফতার করা হয় ওই বিমানযাত্রীকে। ঘটনাটি ঘটে ১০ নভেম্বর। কিন্তু ঠিক কী হয়েছিল, সেই ভিডিয়ো সামনে এসেছে সম্প্রতি। আর আসার পরই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিমানের ভেতর মত্ত যাত্রীর বিভিন্ন সময়ের অবস্থা। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন: মেঝে দিয়ে নয়, এই বাড়িতে হাঁটতে হবে সিলিং দিয়ে!

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement