Car

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ি!

আশ্চর্যজনক ভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ১৯:২৩
Share:

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ির সামনের অংশ। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

‘কী দিয়ে তৈরি করা হয়েছিল সাইকেল?’ সম্প্রতি এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে। সেখানে দেখা যাচ্ছে একটি সাইকেলের ধাক্কায় বেঁকে গিয়েছে গাড়ির সামনের অংশ। সেই ছবিতে কমেন্টের পাশাপাশি বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের।

Advertisement

এই অ্যাক্সিডেন্টের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের শেনজেন শহরে। আশ্চর্যজনক ভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!

এই ছবিটি সামনে আসতে স্বাভাবিক ভাবেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ছবিটিকে এডিটিংয়ের কারসাজি বলেও উল্লেখ করেছেন। কিন্তু সেই দাবি নস্যাত্ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

Advertisement

আরও পড়ুন: ‘খেলো আমার সঙ্গে’, শুঁড় দিয়ে আবদার হস্তি শাবকের

সাইকেলের ধাক্কায় গাড়ি বেঁকে যাওয়ার ছবি নিয়ে মজাও চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলেছেন, ‘নোকিয়া এখন সাইকেলও তৈরি করছে?’অন্য এক জন বলেছেন, ‘আমার এ রকম একটি সাইকেলের খুব দরকার।’

আরও পড়ুন: আমেরিকাকে জবাব দিতে এ বার ‘মোয়াব’ বোমা বানাল চিন

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন