—প্রতীকী চিত্র।
মধ্যরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার রাত ১টা নাগাদ (স্থানীয় সময়) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। তালিবান সরকারের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পে উত্তর সামাঙ্গান প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আশঙ্কা, মৃত ও আহতদের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।
‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ (জিএফজ়েদ)-এর তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের পশ্চিম-দক্ষিণ পশ্চিম অংশে খুল্ম থেকে ২২ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার নীচে এই কম্পের উৎসস্থল। উত্তর সামাঙ্গান প্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইউরোপীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার’ সূত্রে খবর, শনিবার রাতেও এই অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও।
গত সেপ্টেম্বরে একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের। প্রায় হাজার তিনেক মানুষ জখম হয়েছিলেন।