Earthquake in Indonesia

ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়া! ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র, রিখটার স্কেলে মাত্রা ৬.৭

বৃহস্পতিবার বেলার দিকে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এক জায়গায়, যেখানকার জনসংখ্যা ৬২,০০০-এরও বেশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৫
Share:

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া! ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬.৭। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার বেলার দিকে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এক জায়গায়, যেখানকার জনসংখ্যা ৬২,০০০-এরও বেশি। ৬.৭ মাত্রার ওই ভূকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার (৪৩.৫ মাইল) গভীরে। ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির কোনও সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

প্রসঙ্গত, ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত সাত জনের মৃত্যু হওয়ার এক দিন পরেই এই ঘটনা ঘটল। মিন্দানাও অঞ্চলে হওয়া ওই ভূমিকম্পের পরেই, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। তা ছাড়া, কয়েক সপ্তাহ আগেই ইন্দোনেশিয়ার পাপুয়াতেই ৬.১ মাত্রার আর একটি ভূমিকম্প হয়েছিল। সেই আবহে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement