ফের খুন মুক্তমনা

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকির খুনের দু’দিন পরে বাংলাদেশে ফের দুষ্কৃতীদের হাতে খুন হলেন আর এক মুক্তমনা। নাম, জুলহাশ মান্নান (৩৫)। দেশের প্রথম এলজিবিটি পত্রিকার সম্পাদক মান্নান প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মণির আত্মীয়।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৫:৩৬
Share:

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকির খুনের দু’দিন পরে বাংলাদেশে ফের দুষ্কৃতীদের হাতে খুন হলেন আর এক মুক্তমনা। নাম, জুলহাশ মান্নান (৩৫)। দেশের প্রথম এলজিবিটি পত্রিকার সম্পাদক মান্নান প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মণির আত্মীয়। মান্নানের সঙ্গে কুপিয়ে মারা হয়েছে তাঁর বন্ধু তনয় ফাহিমকে। পুলিশ জানিয়েছে, সোমবার ঢাকার কলাবাগানে মান্নানের ফ্ল্যাটে ক্যুরিয়র সংস্থার কর্মী সেজে ঢুকেছিল দুষ্কৃতীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement