কান্না থামাতে শাসন, আট বছরের শিশুর মারে মৃত্যু এক বছরের শিশুর

কান্না থামাতে ৮ বছরের আর এক শিশু তার উপর চড়াও হয়। মারধর করে তাকে। নিছকই খেলার ছলে। কিন্তু তাতেই মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় কেলসির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১০:১০
Share:

এক বছরের শিশুকে রেখে দিয়ে বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়েছিলেন মা। একটি অচেনা ঘরে শিশুটির সঙ্গী ছিল তারই মতো আরও ছ’জন অচেনা শিশু। নিজেদের মধ্যেই খেলছিল তারা। কিন্তু ছোট্ট মেয়ে কেলসি কিছুতেই সেখানে মানিয়ে নিতে পারছিল না। ক্রমাগত কেঁদে যাচ্ছিল। কেলসির কান্না থামাতে ৮ বছরের আর এক শিশু তার উপর চড়াও হয়। মারধর করে তাকে। নিছকই খেলার ছলে। কিন্তু তাতেই মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় কেলসির। দায়িত্বজ্ঞানহীনতা এবং অসর্তকতার জন্য মা কাটেরাকে গ্রেফতার করেছে পুলিশ। আর অভিযুক্ত শিশুটি? না বুঝে যে কাজ করে ফেলেছে তার সাজা হিসাবে সে আপাতত মানব সপ্মদ উন্নয়ন মন্ত্রকের অধীনে রয়েছে। বুধবার রাতে আমেরিকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

রাত ১১টা নাগাদ এক বছরের মেয়ে কেলসিকে প্রতিবেশীর বাড়িতে রেখে বন্ধুর সঙ্গে পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন মা। ওই বাড়িতে ২ থেকে ৮ বছর বয়সী আরও ছ’জন শিশু ছিল। রাত ১১টা থেকে রাত ২টো পর্যন্ত কেলসির মা পার্টিতেই ছিলেন। তখনই এই দুর্ঘটনাটি ঘটে। মাকে দেখতে না পেয়ে কেলসি ক্রমাগত কেঁদেই যাচ্ছিল। তাতে অন্য শিশুদের খেলায় ব্যাঘাত ঘটছিল। সে কারণেই একটি ৮ বছরের শিশু তাকে মারধর করতে শুরু করে। কেলসি মাথায় এবং দেহের বেশ কিছু অভ্যন্তরীণ অঙ্গে গুরুতর চোট পায়। পরে তাকে চাইল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় কেলসি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন