ব্রেক্সিটের দিন কি আরও পিছোবে ইইউ!

ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে মেয়াদ আরও বাড়াতে চলেছে ইইউ। তবে এ ক্ষেত্রে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০১:৩৪
Share:

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। ছবি রয়টার্স।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র আর্জিতেই ব্রেক্সিট জট কাটাতে ফের একজোট হলেন ইউরোপীয় নেতারা। হিসেবমতো, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা আগামী শুক্রবার মধ্যরাতে। কিন্তু এ নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে মে চাইছেন, ১২ এপ্রিলের পরিবর্তে ৩০ জুন হোক ব্রেক্সিট। উদ্দেশ্য, চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরের ঝুঁকি এড়াতে বিচ্ছেদের জন্য সময়সীমা বাড়ানো। এখন তাঁকে আরও কতটা সময় দেওয়া যায়, কিংবা আদৌ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করতেই ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের নেতারা।

Advertisement

তবে শোনা যাচ্ছে, ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে মেয়াদ আরও বাড়াতে চলেছে ইইউ। তবে এ ক্ষেত্রে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে।

ঘুরেফিরে বল তাই ফের মে-র কোর্টেই। ইউরোপীয় নেতারা বৈঠকে বসার আগে কাল সেই কারণেই জোটের বড় দুই শক্তি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠকে করেন তিনি। প্রথমে যান বার্লিনে এবং পরে প্যারিসে। তবে মে-র ব্রেক্সিট পিছোনোর আর্জিতে ম্যার্কেল কিংবা মাকরঁ রাজি হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বরং জানা গিয়েছে, ম্যার্কেল-মে বৈঠক করলেও, জার্মানির বিরোধী দল ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে ব্রেক্সিট বাতিলের আহ্বান জানিয়েছে। প্রাথমিক ভাবে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ২৯ মার্চ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন