ইমরানকে খুন করতে চেয়েছিলেন রেহম?

প্রাক্তন স্ত্রী রেহমের থেকে ইমরান খানের প্রাণ সংশয় ছিল? রেহম খাবারে বিষ মিশিয়ে ইমরানকে হত্যার ছক কষেছিলেন? সে জন্যই কি ইমরান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন! এক পাক সাংবাদিক ইমরান-রেহমের বিচ্ছেদের পিছনে এই তথ্যই দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৫:৫৯
Share:

প্রাক্তন স্ত্রী রেহমের থেকে ইমরান খানের প্রাণ সংশয় ছিল? রেহম খাবারে বিষ মিশিয়ে ইমরানকে হত্যার ছক কষেছিলেন? সে জন্যই কি ইমরান বিচ্ছেদের সিদ্ধান্ত নেন! এক পাক সাংবাদিক ইমরান-রেহমের বিচ্ছেদের পিছনে এই তথ্যই দিয়েছেন।

Advertisement

ইমরান ঘনিষ্ঠ ওই সাংবাদিক জানান, এক বার খাবার খেয়ে ইমরান না কি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এতটাই যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরে জানা যায়, তিনি যে লাড্ডু খেয়েছিলেন তাতে না কি বিষ পাওয়া গিয়েছে। তিনি আরও জানান, রেহমের সঙ্গে বিয়ের পর থেকেই ইমরানের জীবনে অশান্তির ঝড় বইতে শুরু করে। এমনকী ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিষয়েও তিনি নাক গলাতেন। সে কারণেও তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়। গত ৩০ অক্টোবর দু’জনের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসার দু’দিন আগেও উভয়ের মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল।

এখানেই শেষ নয়, ওই সাংবাদিক আরও জানান, আগের পক্ষের স্বামীর উপরেও না কি রেহম নির্যাতন চালাত। তাই রেহমকে বিয়ের আগে ইমরানকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু রেহমের প্রেমে অন্ধ ইমরান কোনও কথাতেই কান দেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement