ছবি: সংগৃহীত।
আমেরিকার লাস ভেগাসের ক্যাসিনোয় বিস্ফোরণ! তার জেরে আগুন লেগে গেল সেই ক্যাসিনোয়। ক্যাসিনোর সামনে কয়েকটি গাছেও আগুন লেগে গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। বিস্ফোরণের কারণও এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের পরেই ক্যাসিনোর সামনে দিয়ে একটি গাড়িকে দ্রুত গতিতে যেতে দেখা গিয়েছে। স্থানীয় সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। এর সঙ্গে আগুন লাগার ঘটনার কোনও যোগ রয়েছে কি না, পুলিশ খতিয়ে দেখছে বলে খবর। তবে এই গোটা ঘটনায় এখনও সরকারি ভাবে কিছু জানায়নি পুলিশ।
শনিবার গভীর রাতে লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। তাঁরা জানিয়েছেন, অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছে সেই শব্দ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে ক্যাসিনো থেকে কালো ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। তাতে ওই এলাকার আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে। যে বাড়িতে ক্যাসিনোটি ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশপাশের বাড়িগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিস্ফোরণ শব্দ শুনে আতঙ্কে ছোটাছুটি করছেন লোকজন। একটি ভিডিয়োতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘‘গাছগুলোতে আগুন ধরে গেল’’!
দিন কয়েক আগেই এই লাস ভেগাসের একটি হোটেলের সামনে এক ইউটিউবার এবং তাঁর স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠেছে অন্য এক ইউটিউবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা কাজের জগতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতা থেকেই এক জনকে গুলি করার অভিযোগ উঠেছে দ্বিতীয় জনের বিরুদ্ধে। এ বার সেই শহরের ক্যাসিনোয় বিস্ফোরণের শব্দ শোনা গেল। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।