Pakistan

টিভির টক-শোর মাঝেই সঞ্চালকের গায়ে উড়ে এল আগুনের গোলা! ভিডিয়ো ভাইরাল

এর পরেই আগুনের একটি গোলা এসে পড়ল সঞ্চালকের গায়ে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭
Share:

পাক নিউজ চ্যানেলের সামনে উড়ে এল আগুনের গোলা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে চলছিল আলোচনাসভা। সঞ্চালক নিজের আসনে বসে খবর পড়ছেন।টেলিভিশন স্ক্রিনে অন্য এক আলোচককে দেখা যাচ্ছে।

Advertisement

হঠাত্ তীব্র একটা শব্দে কেঁপে উঠলেন সঞ্চালক।তার পর দেখা গেল ক্যামেরার সামনে দিয়ে এক জন দৌড়ে গেলেন। এর পরেই আগুনের একটি গোলা এসে পড়ল সঞ্চালকের গায়ে। হকচকিয়ে নিজের আসন ছেড়ে দ্রুত উঠে গেলেন তিনি। এই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Advertisement

পাকিস্তানের কোন নিউজ চ্যানেলে এমনটা হয়েছে তা জানা যায়নি। কী কারণে ও কী ভাবে স্টুডিয়োর মধ্যে আগুনের ওই গোলা উড়ে এল, জানা যায়নি তা-ও। সে সব না জানা গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট করে, ধরা দেওয়ার পুলিশি অনুরোধে ধরা দিলেন অপরাধী

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement