অকল্যান্ড অগ্নিকাণ্ডে মৃত ৪০

স্থানীয় সময় রাত তখন সাড়ে এগারোটা। দিব্যি চলছিল পার্টি। ক্যালি ফোর্নিয়ার অকল্যান্ডের একটি ছোট্ট গুদামঘরে তখন গান গাইছে ‘গোল্ডেন ডোনা’ নামে একটি গানের দল। শুক্রবারের ওই রাত-জলসায় হাজির হয়েছিলেন প্রায় একশো জন দর্শক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:৪২
Share:

দাউদাউ জ্বলছে আগুন। উদ্ধারকাজে নেমেছে দমকল। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে পিটিআইয়ের ছবি।

স্থানীয় সময় রাত তখন সাড়ে এগারোটা। দিব্যি চলছিল পার্টি। ক্যালি ফোর্নিয়ার অকল্যান্ডের একটি ছোট্ট গুদামঘরে তখন গান গাইছে ‘গোল্ডেন ডোনা’ নামে একটি গানের দল। শুক্রবারের ওই রাত-জলসায় হাজির হয়েছিলেন প্রায় একশো জন দর্শক।

Advertisement

ঠিক সে সময় আগুন লাগে ওই বাড়িটিতে। মুহূর্তে সমস্ত আনন্দ আর হুল্লোড় ছাপিয়ে ছোট্টো গুদামঘরে বাঁচবার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। গতকালের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের তলায় এখনও কতজন চাপা পড়ে আছেন তা বোঝা যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককেই।

খবর পেয়েই উদ্ধার কাজে নামে স্থানীয় পুলিশ, দমকলবাহিনী ও বিশেষ উদ্ধারকারী দল। দমকলকর্মীরা জানাচ্ছেন, গুদামঘরে আসবাবপত্র ও দাহ্য জিনিস ঠাসা থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। সে‌খানে কোনও রকম আগুন নেভানোর ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ দমকলকর্মীদের। এমনকী ছিল না ফায়ার অ্যালার্মও। বেরোনোর জন্য যে একমাত্র রাস্তাটি ছিল তাও যেতে হতো একটি কাঠের সিঁড়ি পেরিয়ে।

Advertisement

অকল্যান্ডের পরিকল্পনা দফতরের প্রধান ডারিন র‌্যানেলেটি জানাচ্ছেন, বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement