পাবনার ধর্মযাজক হত্যাচেষ্টায় জেএমবি কমান্ডার সহ ধৃত ৫

ঢাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজার কিংবা রংপুরে জাপানের কোনিও হোশি খুনের ঘটনায় এখনও অন্ধকারে পুলিস। কিন্তু হামলাকারীদের মোটর বাইকের সূত্র ধরে, ঈশ্বরদীর (পাবনা) ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারকে হত্যার চেষ্টা করা দুষ্কৃতীদের ধরা গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ১৮:৫৩
Share:

ঢাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজার কিংবা রংপুরে জাপানের কোনিও হোশি খুনের ঘটনায় এখনও অন্ধকারে পুলিস। কিন্তু হামলাকারীদের মোটর বাইকের সূত্র ধরে, ঈশ্বরদীর (পাবনা) ব্যাপ্টিস্ট খ্রিস্টান মিশনের ধর্মযাজক ফাদার লুক সরকারকে হত্যার চেষ্টা করা দুষ্কৃতীদের ধরা গেল।

Advertisement

৫ অক্টোবর সকালে পাবনার ধর্মযাজককে খুনের চেষ্টা হয় তাঁর বাড়িতেই। গলায় ছোরা চালিয়ে দিয়েছিল হামলাকারীরা। লুক সরকারের চিৎকারে অন্য ঘর থেকে স্ত্রী ছুটে আসায় বেঁচে যান তিনি, গলায় মারাত্মক জখম নিয়ে। তিন হামলাকারী পালিয়ে গেলেও ফেলে যায় মোটর বাইক। আর সেই বাইকের সূত্র ধরেই গ্রেফতার করা হল পাঁচ জনকে। ধৃতেরা সবাই নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র সঙ্গে জড়িত বলে পুলিসের দাবি। ধৃতদের মধ্যে আছে জেএমবি-র এক আঞ্চলিক কমান্ডারও।

পাবনার পুলিশ সুপার আলমগির কবির জানান- ঢাকা, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন