Pakistan-Afghanistan Conflict

‘মুনিরের জন্যই আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান’! অভিযোগ করলেন জেলবন্দি ইমরান

জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের সঙ্গে সংঘাতের জন্য সেনা সর্বাধিনায়ককে নিশানা করে বলেছেন, ‘‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তাঁর নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫
Share:

(বাঁ দিকে) আসিম মুনির এবং ইমরান খান (ডান দিকে)। —ফাইল চিত্র।

পাকিস্তান এবং আফগানিস্তানের সাম্প্রতিক সং‌ঘাতের জন্য পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দায়ী করেছেন জেলবন্দি ইমরান খান। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা প্রধানের সঙ্গে মঙ্গলবার রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাক্ষাৎ করেছিলেন তাঁর বোন উজ়মা খানুম। তিনিই বুধবার সমাজমাধ্যমে ইমরানের এই বার্তা পোস্ট করেছেন।

Advertisement

উর্দুতে লেখা ওই বার্তায় ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তাঁর নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি।’’ আফগানিস্তানের তালিবান শাসকদের বিরুদ্ধে মুনিরের তৎপরতার কারণ ব্যাখ্যা করে গিয়ে ওই পোস্টে ইমরানের মন্তব্য, ‘‘আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনও উদ্বেগ নেই। তিনি কেবল পশ্চিমি শক্তিগুলিকে খুশি করার জন্য এই সব করছেন। তিনি ইচ্ছাকৃত ভাবে আফগানিস্তানের সাথে উত্তেজনা উস্কে দিয়েছিলেন যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁকে এক জন তথাকথিত ‘মুজাহিদ’) হিসেবে দেখা হয়।’’

সরাসরি নাম না-করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) বিদ্রোহীদের দমনে ড্রোনহানারও নিন্দা করেছেন ইমরান। তিনি লিখেছেন, ‘‘দেশের জনগণের বিরুদ্ধে ড্রোন হামলা এবং সামরিক অভিযানের আমি বিরোধিতা করেছি। কারণ এটি সন্ত্রাসবাদকে আরও উস্কে দেবে।’’ মঙ্গলবার জেলবন্দি ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে উজ়মাও নিশানা করেছিলেন মুনিরকে। তিনি বলেছিলেন, ‘‘আমার ভাই শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ। জেলের মধ্যে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে। সে কারণে রেগে রয়েছেন। বলেছেন, তাঁর ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। তাঁকে সারা দিন কারাকক্ষে আটকে রাখা হয়। অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।’’ এর পরেই পাক সেনা সর্বাধিনায়ককে নিশানা করে তিনি বলেন, ‘‘সমস্ত কিছুর জন্য আসিম মুনির দায়ী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement