হত মার্কিন গায়িকা ক্রিশ্চিয়ানা গ্রিমি

অনুষ্ঠানের পর অনুরাগীদের মধ্যে সই বিলোচ্ছিলেন মার্কিন গায়িকা ক্রিশ্চিয়ানা গ্রিমি। আচমকা তাঁকে লক্ষ করে ভিড় থেকে গুলি ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ানা। হাসপাতালে আজ তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ০৮:১৭
Share:

অনুষ্ঠানের পর অনুরাগীদের মধ্যে সই বিলোচ্ছিলেন মার্কিন গায়িকা ক্রিশ্চিয়ানা গ্রিমি। আচমকা তাঁকে লক্ষ করে ভিড় থেকে গুলি ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ানা। হাসপাতালে আজ তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে একটি অনুষ্ঠানের শেষে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভিড়ের মধ্যে কে গুলিটা ছুড়েছে তা বুঝতে অসুবিধা হয়নি। হাতে তার দু’টো বন্দুক। ক্রিশ্চিয়ানার ভাই সঙ্গে সঙ্গেই জাপটে ধরেন তাকে। কিছু ক্ষণ ধস্তাধস্তির পর নিজেকেই গুলি করে সেই সন্ত্রাসবাদী। ঘটনাস্থলেই মারা যায় সে।

তবে অনুষ্ঠানের মধ্যে দু’টি বন্দুক নিয়ে কী করে ঢুকে পড়েছিলেন সেই আততায়ী, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। তবে ক্রিশ্চিয়ানার ভাইকে ‘সাধুবাদ’ জানিয়েছে তারা। পুলিশের মতে, ক্রিশ্চিয়ানার ভাইয়ের জন্যই হয়তো উপস্থিত দর্শকরা বেঁচে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement