YouTube

শিশু পর্নগ্রাফির সঙ্গে যুক্ত থাকায় জেল প্রাক্তন ইউটিউব স্টারের

শিশু পর্নগ্রাফি করানোর অপরাধে ২০১৭ সালেই গ্রেফতার হয় অস্টিন জোন্স

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৯:২৭
Share:

১০ বছরের কারাদণ্ড অস্টিন জোন্সের। ছবি : টুইটার থেকে নেওয়া।

শিশু পর্নগ্রাফির দায়ে প্রাক্তন ইউটিউব স্টার অস্টিন জোন্সের ১০ বছরের কারাদণ্ড হল। জোন্সের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৫ লক্ষ ৪০ হাজারের বেশি। তাঁর ভিডিয়োগুলিতে প্রায় ২ কোটি ভিউ রয়েছে।

Advertisement

শিশু পর্নগ্রাফি করানোর অপরাধে ২০১৭ সালেই গ্রেফতার হয় অস্টিন জোন্স।

ফেব্রুয়ারিতেই যদিও অস্টিন জোন্স ক্ষমা প্রার্থনা করে। তবে তাতে বিশেষ লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিরিশের বেশি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্ররোচিত করে। ওই মেয়েদের জোন্স বলেন, তারা যেন তাঁকে নগ্ন ছবি, ভিডিয়ো পাঠায়। যাতে প্রমাণ হয় তারা অস্টিন জোন্সের অতিবড় ভক্ত।

Advertisement

আরও পড়ুন : সন্তানের পর্নসাইটে আসক্তি? বুঝবেন কী উপায়ে?

আরও পড়ুন : রাতের শহরে রাস্তার ধারের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ পর্ন ভিডিয়ো!

এই খবর ফাঁস করে দেয় এক সংবাদ মাধ্যম। তারপর হইচই শুরু হয়। গ্রেফতার হয় অস্টিন জোন্স। বিচারপ্রক্রিয়া এদিন তার ১০ বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement