Balochistan Bomb Blast

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণ, মৃত্যু চার জনের! জখম অন্তত ২০

রবিবার বালোচিস্তান প্রদেশের কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলি। ভেঙে পড়ে বাজারে থাকা বহু দোকান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:০০
Share:

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে মৃত্যু চার জনের। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে মৃত্যু হল চার জনের। জখম অন্তত ২০ জন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

রবিবার বালোচিস্তান প্রদেশের কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলি। ভেঙে পড়ে বাজারে থাকা বহু দোকান। পাক সংবাদপত্র ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, বেশ কয়েকটি দোকানে আগুনও লেগে যায়।

বিস্ফোরণটি যেখানে হয়, তার অনতিদূরেই রয়েছে পাক সেনার ফ্রন্টিয়ার কোরের ঘাঁটি। বিস্ফোরণের পর অজ্ঞাতপরিচয় হামলাকারীদের সঙ্গে গুলির লড়াই চলে পাক সেনার। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বিস্ফোরণের নেপথ্যে কারা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ দীর্ঘ দু’দশক ধরে অশান্ত। বিদ্রোহী বালোচ গোষ্ঠীগুলির দাবি, প্রাদেশিক সরকার বালোচিস্তানের খনিজ সম্পদ লুট করছে। গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং‌ সেনাবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। সেনা কনভয় এবং রাজনৈতিক নেতাদের গাড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটিয়েছে তারা।

পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাতের আবহেই পর পর আঘাত হানছে স্বাধীনতাপন্থী বালোচ বিদ্রোহীরা। গত ২৫ এপ্রিল বালোচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার অদূরে মার্গেটে বিএলএ-র ল্যান্ডমাইন হামলায় পাক ফৌজের এক অফিসার-সহ ১০ সেনা নিহত হয়েছিলেন। ঘটনাচক্রে, মার্চ মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement