নজরে ছিল ফ্রান্সই

ব্রাসেলস নয়। ফের ফ্রান্সই ছিল তাদের লক্ষ্য। কিন্তু সে ছক সফল হবে না বুঝতে পেরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদলায় ব্রাসেলসের হামলাকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৪:২৪
Share:

ব্রাসেলস নয়। ফের ফ্রান্সই ছিল তাদের লক্ষ্য। কিন্তু সে ছক সফল হবে না বুঝতে পেরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদলায় ব্রাসেলসের হামলাকারীরা। ২২ এপ্রিল তাদের তাণ্ডবে রক্তাক্ত হয় জাভেন্তেম বিমানবন্দর ও মালবিক মেট্রো স্টেশন। রবিবার এই তথ্য দিয়েছে বেলজিয়ামের সরকারি আইনজীবীর দফতর। শুক্রবার ব্রাসেলস থেকে গ্রেফতার হয়েছে মহম্মদ আব্রিনি। পুলিশ জানাচ্ছে, খলিদ এল বাকরৌয়ি এবং লাজিম লাছারৌয়ি ছাড়া জাভেন্তেম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে টুপি ও জ্যাকেট পরা যে তৃতীয় জঙ্গির ছবি ধরা পড়েছিল সে-ই এই আব্রিনি। বছর একত্রিশের এই জঙ্গির হাত ছিল প্যারিস হামলার পিছনেও। নভেম্বরে ব্রাসেলস থেকে প্যারিসে এসেছিল যে জঙ্গিরা, তাদের দলেও ছিল এই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement