মাসুদকে জঙ্গি তকমা দিতে উদ্যোগী জার্মানি

ইইউ-এর নিয়ম অনুযায়ী, ওই রাষ্ট্রগোষ্ঠীর ২৮টি সদস্য দেশের সম্মতি পেলে তবেই মাসুদ জঙ্গি তালিকাভুক্ত হবে।

Advertisement

সং‌বাদ সংস্থা  

নয়াদিল্লি ও নিউ ইয়র্ক শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০২:৩৪
Share:

মাসুদকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকাভুক্ত করার চেষ্টা সম্প্রতি বানচাল করে দিয়েছে চিন। —ফাইল চিত্র।

মাসুদ আজহারকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করতে জার্মানি উদ্যোগী হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

Advertisement

মাসুদকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকাভুক্ত করার চেষ্টা সম্প্রতি বানচাল করে দিয়েছে চিন। এ নিয়ে চার বার এই চেষ্টা ব্যর্থ করে দিল বেজিং। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব এনেছিল ফ্রান্স। প্রস্তাবটি সমর্থন করে আমেরিকা, ব্রিটেনের মতো বেশ কিছু দেশ। চিনের বাধায় সেই উদ্যোগ খারিজ হয়ে যাওয়ার পরে মাসুদের উপরে আর্থিক নিষেধাজ্ঞা চাপায় ফ্রান্স। সেইসঙ্গে জইশ ই মহম্মদ নেতাকে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করতে তারা চেষ্টা চালাবে বলেও জানায় ফরাসি সরকার।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এ বার বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে জার্মানিও। ইইউ-এর নিয়ম অনুযায়ী, ওই রাষ্ট্রগোষ্ঠীর ২৮টি সদস্য দেশের সম্মতি পেলে তবেই মাসুদ জঙ্গি তালিকাভুক্ত হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য দিকে বালাকোট অভিযান নিয়ে ভারতকে কূটনৈতিক খোঁচা দিতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। গোড়া থেকেই ইসলামাবাদের দাবি, বালাকোটে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণে কিছু গাছ নষ্ট হয়েছে। আজ রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সভায় ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। ওই অভিযোগে তারা জানিয়েছে, বালাকোটে ভারতের বোমাবর্ষণের ফলে মাসার জাবা সংরক্ষিত অরণ্যের প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ হতে কয়েক শতাব্দী সময় লাগবে। এই ক্ষতির জন্য দিল্লির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে ইসলামাবাদ।

জবাবে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সভায় ভারতের স্থায়ী প্রতিনিধি রাহুল ছাবরা বলেন, ‘‘পাকিস্তান অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এই সভার সময় নষ্ট করেছে। এটা দুঃখজনক। বালাকোটে নির্দিষ্ট জঙ্গি শিবিরকে লক্ষ্য করে অভিযান চালিয়েছিল ভারত। পরিবেশের কোনও ক্ষতি করার উদ্দ‌েশ্য ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন