বাড়ল পান্ডা

এত দিন ‘বিপন্ন’ প্রাণীদের তালিকায় ছিল জায়ান্ট পান্ডা। কিন্তু এ বার কিছুটা উন্নতি হয়েছে তাদের। এখন তারা ‘প্রায় বিপন্ন’ বা ‘ভালনারেল’ প্রাণীর তালিকাভুক্ত।

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫১
Share:

এত দিন ‘বিপন্ন’ প্রাণীদের তালিকায় ছিল জায়ান্ট পান্ডা। কিন্তু এ বার কিছুটা উন্নতি হয়েছে তাদের। এখন তারা ‘প্রায় বিপন্ন’ বা ‘ভালনারেল’ প্রাণীর তালিকাভুক্ত। রবিবার ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অব নেচার’ একটি রিপোর্ট জানিয়েছে, দক্ষিণ চিনে জায়ান্ট পান্ডার সংখ্যা বেড়েছে। ২০০৪ সালে বন্য পান্ডার সংখ্যা ছিল ১৫৯৬। আর ২০১৪-তে তা বেড়ে হয়েছে ১৮৬৪। তবে আগামী ৮০ বছরে আবহাওয়া পরিবর্তনের ফলে পৃথীবির প্রায় ৩৫ শতাংশ বাঁশ বন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানেই মূলত পান্ডাদের বাস। এর ফলে কোপ পড়তে পারে পান্ডাদের সংখ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement