থানার সামনে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। —নিজস্ব চিত্র।
বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরে ঘটনায় উত্তাল পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সঞ্জয় ঘোড়াই।
মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শোরগোল। কেন অভিযুক্তদের ধরা হচ্ছে না, এই দাবি তুলে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান পদ্ম শিবিরের নেতা-কর্মীরা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
স্থানীয় সূত্রে খবর, ডেবরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিল বিজেপি। ‘থানা ঘেরাও’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত নাকাল হতে হয়েছে পুলিশকে। জানা যাচ্ছে, বালিচক এলাকা থেকে মিছিল করে থানার গেট ধরে ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে খবর।
উল্লেখ্য, দিন কয়েক আগেই ডেবরা ব্লকের ২ নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলাসিনী এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে তাদের নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ তোলে বিজেপি। ওই ঘটনায় দোষীরা কেন গ্রেফতার হল না, সেই প্রশ্ন তুলে ডেবরা থানার সামনে বিক্ষোভের ডাক দেয় বিজেপি।