Pakistan Bomb Blast

আফগান সীমান্তে আবার টিটিপির হামলা, বিস্ফোরণে নিহত সহকারী কমিশনার, মহকুমাশাসক-সহ পাঁচ

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, টিটিপির হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বাজ়াউরের সহকারী কমিশনার ফয়জল ইসমাইল এবং তহশিলদার (মহকুমাশাসক) আবদুল ওয়াকিল। এ ছাড়া দুই পুলিশকর্মী এবং এক সাধারণ নাগরিকও ওই হামলায় নিহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ২৩:৪৮
Share:

বুধবার বাজ়াউর জেলায় বিস্ফোরণে উড়ে গেল সরকারি গাড়ি। ছবি: সংগৃহীত।

আবার রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ! বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর যোদ্ধারা বুধবার বাজ়াউর জেলায় বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল সরকারি গাড়ি! নিহত হলেন পাঁচ জন। গুরুতর জখম হয়েছেন ১১ জন।

Advertisement

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, টিটিপির হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বাজ়াউরের সহকারী কমিশনার ফয়জল ইসমাইল এবং তহশিলদার (মহকুমাশাসক) আবদুল ওয়াকিল। এ ছাড়া দুই পুলিশকর্মী এবং এক সাধারণ নাগরিকও ওই হামলায় নিহত হয়েছেন। বাজ়াউরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই সড়কে সরকারি গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় টিটিপি জঙ্গিরা।

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা, ‘ফ্রন্টিয়ার কোর’ আধাসেনা এবং সিটিডি-র যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়। গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। কিন্তু আফগান তালিবানেরা অভিযোগ করেছিল, সাধারণ গ্রামবাসীদের নিশানা করেছে পাক যুদ্ধবিমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement