বন্দুকবাজদের হামলার পর পাক আধা সামরিক বাহিনীর দফতরের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার পেশোয়ারে। ছবি: সমাজমাধ্যম।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ‘ফেডেরাল কনস্ট্যাবুলারি’-র সদর দফতরে হামলা বন্দুকবাজদের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে বাহিনীর অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দফতরে হামলা চালায় দুই হামলাকারী। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পাক পুলিশের এক কর্তা নাম প্রকাশ না-করার শর্তে রয়টার্সকে বলেছেন, “প্রথম আত্মঘাতী বোমারু (সুইসাইড বম্বার) আধা সামরিক বাহিনীর মূল ফটকে প্রথম বিস্ফোরণ ঘটায়। অপর জন সেই সুযোগে দফতরের ভিতর ঢুকে পড়ে।” ওই আধিকারিক জানিয়েছেন, ওই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেছে পাক সেনা এবং পুলিশ। খুব সাবধানে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। পাক প্রশাসনের আশঙ্কা, আধা সামরিক বাহিনীর দফতরের ভিতর বেশ কয়েক জন জঙ্গি ঢুকে পড়েছে।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ‘ফেডেরাল কনস্ট্যাবুলারি’-র সদর দফতরটি রয়েছে পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায়। এর ঢিলছোড়া দূরত্বে রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। তাই ওই এলাকায় এই ধরনের ঘটনায় চিন্তিত পাক পুলিশ-প্রশাসনও। স্থানীয়দের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে জঙ্গি হামলা, না অন্য কিছু, তা এখনও স্পষ্ট করেনি পাক পুলিশ কিংবা সেনা। তবে স্থানীয়দের একাংশের দাবি, তাঁরা পর পর দু’বার বিস্ফোরণের শব্দ পেয়েছেন।