Poverty in Pakistan

পাকিস্তানের অর্ধেক মানুষ দারিদ্রসীমার নীচে: সমীক্ষা

সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোনও রকম পদক্ষেপ করছে না। বর্তমান সরকার শুধু অনুদান দিয়ে সাধারণ দেশবাসীকে পাশে পেতে চাইছে, মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:০২
Share:

বন্ধু-রাষ্ট্রগুলির কাছ থেকেও কোনও কোনও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান। —প্রতীকী চিত্র।

পাকিস্তানের ৪৪.৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বলে জানাল বিশ্ব ব্যাঙ্কের একটি সাম্প্রতিক সমীক্ষা। সেই সমীক্ষা উদ্ধৃত করে পাকিস্তানের এক প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কোনও রকম পদক্ষেপ করছে না। বর্তমান সরকার শুধু অনুদান দিয়ে সাধারণ দেশবাসীকে পাশে পেতে চাইছে, মন্তব্য করা হয়েছে এই নিবন্ধে।

বিশ্বব্যাঙ্কের সমীক্ষায় বলা হয়েছে, তিন ডলারের (২৫০ টাকা) নীচে যাঁদের দৈনিক আয়, চরম দারিদ্রসীমার নীচে থাকা পাকিস্তানে সেই সব মানুষের সংখ্যা ৪.৯ শতাংশ থেকে এক লাফে বেড়ে এ বছর দাঁড়িয়েছে ১৬.৫ শতাংশে। তার উপরে, দারিদ্রের কারণে দেশের ৩০ শতাংশ মানুষ কোনও ধরনের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পান না। তাঁদের জীবনধারনের জন্য ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর জন্য কোনও রকম পরিকাঠামো তৈরি করতে পারেনি পাক প্রশাসন।

সংবাদমাধ্যমের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের বন্ধু-রাষ্ট্র, যেমন চিন, বাংলাদেশ বা নেপাল, তাদের দেশে দারিদ্র হটাতে কী ভাবে নানা প্রয়োজনীয় পদক্ষেপ করছে। কিন্তু তাদের কাছ থেকেও কোনও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন