Israel-Hamas Conflict

সংঘর্ষবিরতির লক্ষ্যে মুক্তি দেওয়া হবে ইজ়রায়েলি পণবন্দিদের মধ্যে আরও ১০ জনকে, জানাল হামাস

স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তেল আভিভের সঙ্গে স্থায়ী সংঘর্ষবিরতির লক্ষ্যেই পণবন্দি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২২:৪৩
Share:

ইজ়রায়েলি হামলায় বিধ্বস্ত গাজ়া। —ফাইল চিত্র।

গাজ়ার সংঘর্ষবিরতি কার্যকর করার জন্য আরও ১০ জন ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দিতে রাজি হল হামাস। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তেল আভিভের সঙ্গে স্থায়ী সংঘর্ষবিরতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলায় ৭৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করতে পারে হামাস। আমেরিকার মধ্যস্থতাতেই সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু হামাসের বিবৃতিতে নেতানিয়াহু সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, ‘‘ইজ়রায়েলের একগুঁয়ে মনোভাব সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাকে দুরূহ করে তুলেছে।’’

গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলি মেনে নিয়েছে। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘‘নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলি যুদ্ধের অবসানের লক্ষ্যে কাজ করবে।’’ হামাস নেতা তাহের আল–নুনু বৃহস্পতিবার বলেন, ‘হামাস সংঘর্ষবিরতির সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে। সেই সঙ্গে আমাদের জনগণকে রক্ষা করা, গণহত্যার বন্ধ করা, সংঘর্ষ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমাদের জনগণের অবাধ ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করা এবং গাজ়ায় আন্তর্জাতিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিতে বলেছি আমরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement