Israel-Hamas Conflict

‘শত্রুপক্ষের সহযোগী’, গাজ়ায় আট প্যালেস্টাইনির প্রকাশ্যে ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করল হামাস!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন, ‘‘হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব।’’ তার পরেই গাজ়ায় আট প্যালেস্টাইনিকে খুন করল হামাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:৩৪
Share:

গাজ়ায় সক্রিয় হামাস বাহিনী। ছবি: রয়টার্স।

যুদ্ধবিরতির পর হিংসার নতুন মাত্রা দেখা গেল গাজ়ায়। শত্রুপক্ষকে সহযোগিতা এবং চরবৃত্তির অভিযোগে প্রকাশ্যে আট প্যালেস্টাইনিকে খুন করল জঙ্গিগোষ্ঠী হামাস। তারা নিজেরাই এ কথা ঘোষণা করেছে।

Advertisement

হামাসের তরফে বুধবার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে (আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা যাচ্ছে, চোখ বাঁধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা আট ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস ওই ব্যক্তিদের ‘শত্রুপক্ষের সহযোগী ও অপরাধী’ বলে চিহ্নিত করেছে। মঙ্গবারের ওই ঘটনায় নিহতেরা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্যালেস্টাইনি সংগঠন ফাতার ঘনিষ্ঠ বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন, ‘‘হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে আমরাই তাদের নিরস্ত্র করব।’’ ট্রাম্পের ওই হুঁশিয়ারির পরেই আট প্যালেস্টাইনিকে খুন করল হামাস। বস্তুত, মঙ্গলবার থেকেই গাজ়ার রাস্তায় প্রকাশ্যে সশস্ত্র হামাস জঙ্গিদের দাপাদাপি দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ভূমধ্যসাগরের তীরবর্তী গাজ়া ভূখণ্ড হামাসের দখলে থাকলেও প্যালেস্টাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইরাসের আরাফতের তৈরি সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন (ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে)। ফাতার বাহিনীকে হটিয়েই ২০০৭ সালে গাজ়ার দখল নিয়েছিল হামাস। সে সময় স্বাধীনতাপন্থী দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর রক্ষক্ষয়ী লড়াইও হয়েছিল। ইজ়রায়েলি অগ্রাসনে আপাতত ইতি পড়ার পরে গাজ়ায় এ বার প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীগুলির লড়াই শুরু হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement