Heart Attack

পায়ে বিষাক্ত বিছের কামড়, সাত বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল বালক

ওই বিছেটিকে ‘টিটিয়াস সেরুল্যাটাস’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে সাও পাওলোতে বিছের কামড়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৮:১৬
Share:

চলতি বছরে সাও পাওলোতে বিছের কামড়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি।

জুতো পরার সময় পায়ে বিষাক্ত বিছের মোক্ষম কামড়। সাত বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ব্রাজিলের সাও পাওলোর সাত বছরের এক বালকের।

Advertisement

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট অনুযায়ী, ২৩ অক্টোবর লুইজ মিগুয়েল ফুর্তাদো বারবোসা নামের ওই বালকের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে বেরনোর আগে জুতো পরার সময় সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। লুইজের মা অ্যাঞ্জেলিটা প্রোয়েঙ্কা ফুর্তাদো ছুটে গিয়ে দেখেন ছেলের পায়ে একটি বিষাক্ত বিছে কামড়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ছেলে জুতো পরার প্রায় সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার করে ওঠে। ওর পা লাল হতে শুরু করে। ব্যথায় চিৎকার করতে শুরু করে আমার ছেলে। আমি বুঝতে পারি যে আমার ছেলেকে বিছে কামড়েছে।’’

এর পরই একটি ব্রাজিলিয়ান হলুদ বিছেকে দেখতে পায় লুইজের পরিবার। ছেলেকে সাও পাওলো ইউনিভার্সিটির ‘ফ্যাকাল্টি অফ মেডিসিন ক্লিনিক’ হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। প্রাথমিক চিকিৎসার পর লুইজের শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে আবার অবস্থার অবনতি হয়। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় লুইজের। চিকিৎসকরা জানান, মৃত্যুর আগে লুইজ মোট সাত বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়।

Advertisement

ওই বিছেটিকে ‘টিটিয়াস সেরুল্যাটাস’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে সাও পাওলোতে বিছের কামড়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement