তাপপ্রবাহে করাচিতে মৃত অন্তত ৪০০

রমজান শুরু হয়েছে গত শুক্রবার। সে দিন থেকেই করাচির সিন্ধু প্রদেশে চলতে শুরু করে মারাত্মক তাপপ্রবাহ। তার জেরে সোমবার পর্যন্ত শিশু ও মহিলা-সহ করাচিতে মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। মঙ্গলবার করাচির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালের মর্গে হিট স্ট্রোক এবং নিম্ন রক্তচাপে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ১৩:৫১
Share:

হিট স্ট্রোকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে করাচির হাসপাতালে। ছবি: এএফপি।

রমজান শুরু হয়েছে গত শুক্রবার। সে দিন থেকেই করাচির সিন্ধু প্রদেশে চলতে শুরু করে মারাত্মক তাপপ্রবাহ। তার জেরে সোমবার পর্যন্ত শিশু ও মহিলা-সহ করাচিতে মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। মঙ্গলবার করাচির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালের মর্গে হিট স্ট্রোক এবং নিম্ন রক্তচাপে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় সব বড় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীরা আসছেন। জিন্না হাসপাতালের সুপার সিমি জামালি জানিয়েছেন, গত চার দিনে তাঁরা তাপপ্রবাহে আক্রান্ত মোট ৩ হাজার মানুষের চিকিৎসা করেছেন। এক দশকের মধ্যে পাকিস্তানে এমন বিধ্বংসী তাপপ্রবাহ দেখা যায়নি।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দহর বলেন, ‘‘হাসপাতালগুলিতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। চিকিৎসক এবং অন্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।’’ তাঁর দাবি, ওষুধের জোগান বাড়াতে শুরু হয়েছে সরকারি তত্পরতা। সরকারের পাশাপাশি পাকিস্তান সেনা এবং প্যারামিলিটারি রেঞ্জারও তাপপ্রবাহে আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসাকেন্দ্র খুলেছে। তার সঙ্গে সরকারি হাসপাতালগুলোতেও দরকারি ওষুধ পৌঁছে দিচ্ছে তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন