কাবুলে মার্কিন দূতাবাসের সামনে জোরালো বিস্ফোরণ, কেঁপে উঠল কাবুল

তালিবানদের হুমকির এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১১:৩৩
Share:

তালিবানদের হুমকির এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।

Advertisement

শহরের প্রাণকেন্দ্রে মার্কিন দূতাবাসের সামনে যেখানে বিস্ফোরণটি হয়েছে, তার আশপাশের অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। রয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই বিস্ফোরণের জেরে কয়েক মাইল দূরেও কয়েকটি বাড়ির দরজা, জানলা উড়ে গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে যায় অঞ্চলটি। ঘটনার দায় স্বীকার করেছে তালিবান।

Advertisement

গত মঙ্গলবার আফিগানিস্তানের তালিবানরা সে দেশে তাদের বাসন্তিক হামলা (স্প্রিং অ্যানুয়াল অফেন্স)-র কথা ঘোষণা করেছিল। জানিয়েছিল দেশ জুড়ে একের পর এক নাশকতা চালাতে তৈরি তারা। তার পর থেকে যদিও সরকার তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছিল।

আরও পড়ুন-৬২ লাখে বিক্রি আছেন নওয়াজ শরিফ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন