Robot Boris

মানুষকে রোবটের পোশাক পরিয়ে লোক ঠকালো রাশিয়ান সংস্থা!

রোবটের সাজপোশাক পরে নাচ শেখার ভঙ্গিমা করলেন এক ব্যক্তি। কিন্তু টেক-শোয়ের দর্শকরা ভাবলেন, আহা কী উন্নত রোবট!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ২১:৩০
Share:

রোবট বরিসকে ঘিরে অনুগামীদের ভিড়। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিছুদিন আগেই ‘রোবট সোফিয়া’কে গান গাইতেও দেখা গিয়েছে। কিন্তু রাশিয়ার একটি টেক-শোতে সম্প্রতি যা করলেন আয়োজকরা, সেটাকে জোচ্চুরি বললে ভুল কিছু হবে না। রোবটের সাজপোশাক পরে নাচ শেখার ভঙ্গিমা করলেন এক ব্যক্তি। কিন্তু টেক-শোয়ের দর্শকরা ভাবলেন, আহা কী উন্নত রোবট!

Advertisement

সম্প্রতি রাশিয়ার ইয়ারোস্লাভে আয়োজন করা হয়েছিল একটি টেক-শোয়ের। সেই টেক শোয়ের প্রধান আকর্ষণ ছিল ‘বরিস’ নামের একটি রোবট। হাঁটা, কথা বলার পাশাপাশি ‘নাচ শিখতে পারা’ ছিল এই রোবটের সবথেকে বড় আকর্ষণ।

অনুষ্ঠানের দিন মঞ্চে নাচ শিখে তা পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয় রোবট বরিস। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এই রোবটকে ‘হাই-টেক’ উদ্ভাবন অ্যাখ্যা দিয়ে প্রশংসাও করা হয়।

Advertisement

আরও পড়ুন: ম্যারাথন মাতালেন ৮৪ বছরের বৃদ্ধা!

কিন্তু সত্য সমানে আসে ‘টি জার্নাল’ নামে রাশিয়ার একটি ওয়েবসাইটের সৌজন্যে। তারাই প্রথম রোবটের এই নড়াচড়ার উপর প্রশ্ন তোলে। ওই ওয়েবসাইটে দুটিপ্রশ্ন তোলা হয়। এক, ‘বরিসের বাইরের সেন্সরগুলি কোথায়?’ দ্বিতীয়ত, ‘নাচের সময় কেন বরিস অপ্রয়োজনীয়ভাবে নড়াচড়া করছিল?’ এর পরই সামনে আসে সত্যটি।

এমবিকেএইচ মিডিয়ার করা একটি টুইটে দেখা যায়, একজন অভিনেতা ওই রোবটের পোশাক পরছেন অনুষ্ঠান শুরুর আগে। এর পরই ঘটনার সমালোচনায় মুখর হয়েছে নেটিজেনরা। সাধারণ মানুষকে রোবটের পোশাক পরিয়ে দর্শকদের ঠকানোর জন্য আয়োজকদের ক্ষমা চাওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন: ভারতের ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট নিষিদ্ধ হচ্ছে নেপালে

এ রকমই রোবটের পোশাক প্রস্তুতকারক এক সংস্থা জানিয়েছে, ‘আল্যোশা দ্য রোবট’ নামের রোবট পোশাক পরানো হয়েছে ওই অনুষ্ঠানে। ওই পোশাকের দাম ৩ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যা ২ লক্ষ ৭১ হাজার টাকা। রোবটের পোশাক তৈরি করা ওই সংস্থার দাবি, এই পোশাকটি এতটাই নিঁখুত যে কেউ এটি পরলে দর্সকদের দৃষ্টিভ্রম হওয়ায় স্বাভাবিক।

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন