Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Grandma

ম্যারাথন মাতালেন ৮৪ বছরের বৃদ্ধা!

সেই প্রতিযোগীদের উত্সাহিত করতেই ফিনিশ লাইনের আগে দু’ঘণ্টা ধরে দাড়িয়েছিলেন বছর ৮৪ ওই বৃদ্ধা।

 এ ভাবেই প্রতিযোগীদের উত্সাহ জুগিয়েছেন ওই বৃদ্ধা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

এ ভাবেই প্রতিযোগীদের উত্সাহ জুগিয়েছেন ওই বৃদ্ধা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৩
Share: Save:

ম্যারাথনে দৌঁড়াচ্ছেন প্রতিযোগীরা। সেই প্রতিযোগীদের উদ্বুদ্ধ করতে ফিনিশ লাইনের আগে দাঁড়িয়ে আছেন ৮৪ বছরের এক বৃদ্ধা। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে প্রত্যেক প্রতিযোগী তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন তারপর এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি এমনই দৃশ্যের সাক্ষী থাকল ইতালির মানুষ।

সম্প্রতি ইতালির রেভেনা শহরে ম্যারাথন দৌঁড়ের আসর বসেছিল। সেখানে অংশগ্রহণ করেছিল অজস্র সাধারণ মানুষ। সেই প্রতিযোগীদের উত্সাহিত করতেই ফিনিশ লাইনের আগে দু’ঘণ্টা ধরে দাড়িয়েছিলেন বছর ৮৪ ওই বৃদ্ধা। প্রতিযোগীদের এ ভাবে উত্সাহিত করার ভিডিয়ো জনৈক ব্যক্তি আপলোড করেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ভাইরাল হয় সেটি।

‘ডেইলি মেল’-এর রিপোর্ট অনুসারে রেভেনা শহরের ম্যারাথনে উত্সাহ দেওয়া ওই বৃদ্ধার নাম ভ্যালেরিয়ানা করেলি। এই ঘটনার পর তাঁকে ‘ম্যারাথন গ্রান্ডমা’ বা ‘ম্যারাথনের ঠাকুমা’ বলে ডাকা শুরু করেছে নেটিজেনরা।

আরও পড়ুন: কী অবস্থা! ক্লাসরুমে শিক্ষককে লাথি মারছে ছাত্রী

কেউ কেউ বলেছেন, ‘প্রত্যেক ইভেন্টে এ রকম একজন ঠাকুমা দরকার।’ ম্যারাথনের প্রতিযোগীরাও ভ্যালেরিয়ানাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদেরকে উত্সাহিত করার জন্য। রেভেনা রানার্স ক্লাব মেডেল দিয়ে তাঁকে সম্বর্ধনাও জানিয়েছে। এত মানুষের ভালবাসা পেয়ে নিজের খুশি গোপন করেননি ভ্যালেরিয়ানা।

আরও পড়ুন: ২৮ বছর ধরে চুল কাটেননি ইউক্রেনের এই মহিলা!

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE