আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পরেই ওই দেশের সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলির উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে।
ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘‘এই অঞ্চলে আগুন ধরিয়ে দেব।’’ যা আমেরিকার ‘বন্ধু’ দেশগুলির জন্য কঠোর বার্তা। প্রসঙ্গত, সৌদি আরব, তুরস্ক-সহ বিভিন্ন দেশের প্রতিই এই হুঁশিয়ারি। যদিও ইরানের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি, আমেরিকার হানার জন্য আরবের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথের মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন যে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার। সেই সঙ্গে প্রতিশ্রুতি ছিল সাহায্যেরও। এই পরিস্থিতিতে ইরানের বার্তা, তাদের দেশে আমেরিকা হানা দিলে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতেও হানা দেবে ইরানের সেনা।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা এনবিসি-র তথ্য অনুযায়ী, ইরান ও আরবের পক্ষ থেকে ট্রাম্পকে বার্তা দিয়ে জানানো হয়েছে যে, ইরানের শাসন ব্যবস্থা এখনও এতটা দুর্বল হয়নি যে আমেরিকার হানা তেহরানের পতন নিশ্চিত করবে।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যার মধ্যেই কাতারের বিমানঘাঁটি আল উদেইদ -সহ মধ্য প্রাচ্যে অবস্থিত বেশ কিছু বিমানঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে।