মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উদ্দেশে এক ব্যক্তি কিছু মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টকে দেখে ওই ব্যক্তি ‘শিশু যৌন অপরাধীর রক্ষাকর্তা’ বলে চিৎকার করেন। তাঁকে পাল্টা জবাব দিতে গিয়ে রেগে যান ট্রাম্প। এমনকি মধ্যমা তুলে কুকথা বলার অভিযোগও উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।
সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার মিশিগানে এক গাড়ি কারখানার উদ্বোধনে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই ঘটনাটি ঘটে। বিতর্কের সূত্রপাত ‘টিএমজ়েড’ নামে এক ব্যবহারী এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিয়োকে ঘিরে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাম্প ওই কারখানার উপরের তলায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকেই নীচের দিকে তাকিয়ে কারও উদ্দেশে কিছু বলছেন।
ট্রাম্প কার উদ্দেশে ‘কুমন্তব্য’ করেন, তা স্পষ্ট নয়। তবে ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রাম্প প্রথমে তর্জনী উঁচিয়ে কিছু বলেন। তার পরে হাঁটতে হাঁটতে এগিয়ে যান। যেতে যেতে ওই ব্যক্তির উদ্দেশে মধ্যমা দেখিয়ে ‘কু ইঙ্গিত’ করেন ট্রাম্প! অনেকের দাবি, ট্রাম্পকে ‘শিশু যৌন অপরাধীর রক্ষাকর্তা’ বলে কটাক্ষ করা হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে চলা এপস্টিন মামলা নিয়ে আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সরগরম। ট্রাম্প ছাড়াও এপস্টিনের ফাইলে বিল ক্লিন্টন থেকে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন থেকে ল্যারি পেজ— সকলের নাম রয়েছে। তবে এই মামলায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসেনি। ট্রাম্পও দাবি করেছেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টিন তরুণীদের যৌন নির্যাতন করতেন, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। এমনকি, ট্রাম্প এবং এপস্টিন সম্পর্ক অস্বীকার করেছে হোয়াইট হাউসও। তবে অনেকেই মনে করছেন, এপস্টিন বিতর্ক নিয়ে মিশিগানে প্রশ্নের মুখে পড়েই মেজাজ হারান ট্রাম্প।