International News

নোবেল শান্তিতে ট্রাম্পের নাম

২০১৯ সালের শান্তির নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন হাউসের ১৮ জন রিপাবলিকান সদস্য। যার নেতৃত্বে ইন্ডিয়ানার রিপাবলিকান সদস্য লিউক মেসার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০২:১৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

কোরীয় উপদ্বীপে যুদ্ধ শেষের ঘোষণা সম্ভব হয়েছে তাঁর জন্যই। তিনি অবিরত নিষেধাজ্ঞা আর যুদ্ধ বাধানোর হুমকি দিয়ে কাজ এক রকম ‘হাসিল’ করে নিয়েছেন। তাই ২০১৯ সালের শান্তির নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন হাউসের ১৮ জন রিপাবলিকান সদস্য। যার নেতৃত্বে ইন্ডিয়ানার রিপাবলিকান সদস্য লিউক মেসার।

Advertisement

ওই প্রস্তাব দিয়ে চিঠিতে যে ভাবে ট্রাম্পের স্তুতি করেছেন লিউকরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এমনটা করা হচ্ছে। ডেমোক্র্যাট শিবিরের দাবি, প্রেসিডেন্ট নিজেই তাঁর লোকজনদের দিয়ে ‘নোবেল’ মন্ত্র আউড়াতে নামিয়েছেন। অনেকে বলছেন, ‘‘ওঁর মতো নির্লজ্জ আত্মপ্রচার কেউ করতে পারবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement