মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রধান কাশ পটেল। —ফাইল চিত্র।
আমেরিকায় বর্ষবিদায়ের ভিড়ে ছুরি হামলার পরিকল্পনা ছিল যুবকের। সেই অনুযায়ী প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু অনেক দিন ধরেই তিনি মার্কিন গোয়েন্দাদের নজরে ছিলেন। ফলে তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। হামলার আগেই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আইএস জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে মার্কিন গোয়ন্দা সংস্থা এফবিআই।
উত্তর ক্যারোলিনার একটি খাবারের দোকানে হামলার ছক কষেছিলেন ক্রিস্টিয়ান স্টারডিভ্যান্ট। অভিযোগ, ভিড়ের মধ্যে এলোপাথাড়ি ছুরি চালানোর পরিকল্পনা ছিল তাঁর। যাঁকে সামনে পেতেন, তাঁকেই ছুরি দিয়ে আঘাত করতেন। তার পর পুলিশের সঙ্গে সংঘর্ষেও যাবেন বলে ভেবেছিলেন অভিযুক্ত। তাতে যদি মৃত্যুও হয়, তা হাসিমুখে বরণ করে নিতেন। কিন্তু শেষ মুহূর্তে যুবকের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। এফবিআইয়ের প্রধান ভারতীয় বংশোদ্ভূত কাশ পটেল এ বিষয়ে শুক্রবার একটি বিবৃতি জারি করেছেন। জানিয়েছেন, অভিযুক্তের বয়স ১৮ বছর। তবে এর আগে নাবালক থাকাকালীনও তার আচরণ সন্দেহজনক ছিল। তাঁকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতেন গোয়েন্দারা।
মার্কিন গোয়েন্দাদের বক্তব্য, এই যুবক আইএস জঙ্গিগোষ্ঠীর ভাবধারায় অনুপ্রাণিত। সেই কারণেই এমন হত্যালীলা চালানোর পরিকল্পনা করেছিলেন। সর্বোচ্চ সংখ্যক মানুষকে আঘাত করাই ছিল তাঁর লক্ষ্য। আইএস-এর সদস্য সেজে যুবকের সঙ্গে ভাব জমিয়েছিলেন গোয়েন্দারা। তখনই তিনি পরিকল্পনার কথা ফাঁস করেন। দাবি করেছিলেন, শীঘ্রই তিনি একটি ‘জিহাদ’ করতে চলেছেন। নিজেকে ওই যুবক আইএস-এর সৈনিক হিসাবেও উল্লেখ করেছেন একাধিক বার। তবে এই হামলার সঙ্গে সরাসরি আইএস-এর যোগাযোগ রয়েছে, না যুবক একক ভাবে হামলায় উদ্যত হয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি। হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে অন্তত ২০ জনের প্রাণ যেতে পারত বর্ষবরণের আগেই, দাবি এফবিআই-এর। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চিরকূট উদ্ধার করেন গোয়েন্দারা। তাতে লেখা ছিল, ‘নিউ ইয়ার্স অ্যাটাক ২০২৬’।