হামাসের ডেরায় ইজ়রায়েলি সেনার হামলার সেই দৃশ্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সুড়ঙ্গ থেকে এক এক করে বেরিয়ে আসছে হামাসের সদস্যরা। তাঁদের লক্ষ্য করে ভূমি এবং আকাশ থেকে একের পর এক হামলা। বুধবার দক্ষিণ গাজ়ায় হামাসের উপর হামলার এমনই কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনল ইজ়রায়েলি সেনা (আইডিএফ)।
আইডিএফ সূত্রে খবর, খান ইউনিসে হামাসের ডেরায় হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইজ়রায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন হামাসের ১৮ সদস্য। ইজ়রায়েলি বাহিনী ওই সুড়ঙ্গের দিকে এগোতেই অতর্কিতে হামলা চালান তাঁরা। মেশিন গান, আরপিজি নিয়ে ইজ়রায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন হামাসের সদস্যরা। আইডিএফের দাবি, অতর্কিত হামলার মুখে পড়েও পাল্টা জবাব দিয়েছে সেনা। সাঁজোয়া গাড়ি নিয়ে হামলার পাশাপাশি, আকাশপথেও হামলা চালানো হয়েছে।
কী ভাবে হামাসবাহিনী সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইজ়রায়েলি সেনার উপর হামলা চালাচ্ছে, পাল্টা ইজ়রায়েলি সেনা কী ভাবে হামাস সদস্যদের নিশানা বানিয়েছে, তার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ করেছে আইডিএফ। যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে হামলার মুখে পড়ে বেশ কিছু হামাস সদস্য আবার সুড়ঙ্গে আশ্রয় নেন। হামাসের ১০ সদস্যকে খতম করা হয়েছে বলে দাবি আইডিএফের।
এক বিবৃতি জারি করে আইডিএফ দাবি করেছে, বুধবারে খান ইউনিসে হামাসের সঙ্গে একেবারে সামনাসামনি লড়াই হয়েছে। ইজ়রায়েলি সেনা দশ জঙ্গিকে খতম করেছে। অন্য দিকে, আরও একটি ঘটনায় ইজ়রায়েলি সেনার ডেরায় ঢুকে পড়েছিল হামাসের বেশ কয়েক জন সদস্য। হামলা চালানোর আগেই তাঁদের সকলকে গুলি করে মারা হয়েছে বলে দাবি আইডিএফের।