Israel-Hamas Conflict

গাজ়া দখলে আরও ষাট হাজার সেনা

ইজ়রায়েলের বিশাল মাপের হামলার ফলে গাজ়া ভূখণ্ডের উত্তর দিক থেকে লক্ষ লক্ষ প্যালেস্টাইনি দক্ষিণে পালাতে বাধ্য হবেন। এমনিতেই গাজ়া জুড়ে প্রবল খাদ্যাভাব ও জলকষ্ট চলছে।

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ০৯:১৪
Share:

—ফাইল চিত্র।

গাজ়া সিটি দখলের নকশা চূড়ান্ত করে ফেলল ইজ়রায়েল। প্যালেস্টাইনের এই অংশটি অধিগ্রহণ করার জন্য ৬০ হাজার বাড়তি সেনা আনা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র। তাঁর কথায়, “যুদ্ধের এই নতুন পর্যায়ের জন্য ৬০ হাজার বাড়তি সেনাকে তলব করার সিদ্ধান্তে সায় দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ়। এর জন্য ২০ হাজার সেনার চাকরির মেয়াদ বাড়ানো হল।”

ইজ়রায়েলের এই বিশাল মাপের হামলার ফলে গাজ়া ভূখণ্ডের উত্তর দিক থেকে লক্ষ লক্ষ প্যালেস্টাইনি দক্ষিণে পালাতে বাধ্য হবেন। এমনিতেই গাজ়া জুড়ে প্রবল খাদ্যাভাব ও জলকষ্ট চলছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গত কয়েক দিনে কয়েকশো গাজ়াবাসী স্রেফ না খেতে পেয়ে মারা গিয়েছেন। বিদেশি ত্রাণ ঢোকা প্রায় বন্ধ। তার উপরে ত্রাণ নেওয়ার লাইনে দাঁড়িয়ে ইজ়রায়েলি সেনার গুলিতে নিহত হওয়ার ঘটনাও আকছার ঘটছে। প্যালেস্টাইনে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে অসুস্থ বা জখম হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু-হু করে। আর খাদ্য বা চিকিৎসা ও ওষুধের অভাবে যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই শিশু।

এই অবস্থায় ইজ়রায়েলের এত বড় মাপের আগ্রাসন এলাকায় বসবাসকারী মানুষদের শোচনীয় পরিণাম যে ডেকে আনবে, সে বিষয়ে মানবাধিকার কর্মীদের কোনও সংশয় নেই। তা ছাড়া, উত্তর গাজ়া এক বার হাতছাড়া হয়ে গেলে পশ্চিম ভূখণ্ড ও গাজ়া মিলিয়ে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বপ্নও সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইজ়রায়েলকে এই ধরনের আগ্রাসী ও মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ করতে সমানেই বারণ করে যাচ্ছে রাষ্ট্রপুঞ্জ ও ইউরোপের বেশির ভাগ দেশ। কিন্তু বন্ধু-দেশ আমেরিকার প্রচ্ছন্ন মদতে এই পদক্ষেপ করতে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পিছপা হবেন বলে মনে হয় না। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই রেখেছেন, ‘নতুন নতুন বাড়ি বানানোর জন্য গাজ়া ভূখণ্ডটি বেশ ভাল!’ সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন