বালোচিস্তানের কোয়েটায় জোরালো বিস্ফোরণ। ছবি: রয়টার্স।
পাকিস্তানের বালোচিস্তানের কোয়েটায় সেনার সদর দফতরের কাছে জোরালো বিস্ফোরণ হল মঙ্গলবার। পাক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, কোয়েটায় জ়ারগুন রোডে পাক সেনার ফ্রন্টিয়ার কোর (এফসি)-এর সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, আশপাশের বাড়িগুলিতে ফাটল ধরে গিয়েছে।
বিভিন্ন পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের আগে গুলি চলার শব্দও শুনতে পেয়েছেন স্থানীয়েরা। তার পরই বিস্ফোণ হয়। গাড়িবোমা ছিল, না কি কোনও আত্মঘাতী বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা এবং পুলিশ। তল্লাশি চলছে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আট জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, এই বিস্ফোরণের পর এলাকা খালি করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে। পাকিস্তানের আজ নিউজ জানিয়েছে, এটি কোনও জঙ্গি হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বালোচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখ্ত মুহম্মদ কাকর জানিয়েছেন, ১০ জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। তাঁদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে মারা গিয়েছেন। চিকিৎসা চলাকালীন বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে। ফ্রন্টিয়ার কোরের দুই সদস্যও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।