China Chemical Factory Blast

চিনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের ২৩০টি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তিন কিলোমিটার দূর পর্যন্ত তার প্রভাব পড়েছে। বহু ঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:৫৬
Share:

চিনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

চিনের শ্যানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকে তার আওয়াজ পাওয়া গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

Advertisement

জানা গিয়েছে, শ্যানডং প্রদেশের ওয়েইফ্যাং শহরের ঘটনা। এটি একটি শিল্পাঞ্চল। সেখানে একটি রাসায়নিক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল এবং দমকলের ২৩০টি ইঞ্জিন। কারখানায় কেউ আটকে আছেন কি না, কারও মৃত্যু হয়েছে কি না বা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর নেই। তবে স্থানীয় সূত্রে জানানো হয়েছে, আশঙ্কা করা হচ্ছে এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তিন কিলোমিটার দূর পর্যন্ত তার প্রভাব পড়েছে। বহু ঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে। অনেকে আবার দাবি করেছেন, জোরালো কম্পন অনুভূত হয়েছে। প্রথমে তাঁরা ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। পরে জানতে পারেন রাসায়নিক কারখানায় বিস্ফোরণের জেরে এই কম্পন। তবে কী থেকে বিস্ফোরণ তা জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement