Pakistan Protest on Gaza

গাজ়ায় ইজ়রায়েলের হামলার প্রতিবাদে উত্তাল পাকিস্তান! মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা, দফায় দফায় সংঘর্ষে হত দুই

শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের আরও এক শহর রাওয়ালপিন্ডির রাস্তায় কয়েক লাখ টিএলপি সমর্থক প্রতিবাদ মিছিলে নামায় পুরো স্তব্ধ হয়ে গিয়েছে দুই শহর। ইসলামাবাদে কয়েক হাজার সমর্থক মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৭:২৭
Share:

শুক্রবার ইসলামাবাদে টিএলপি সমর্থকদের বিক্ষোভ। ছবি: পিটিআই।

গাজ়ায় ইজ়রায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ পৌঁছোল পাকিস্তানে। সে দেশের ইসলামি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) –এর কয়েক লাখ সমর্থক শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নামলেন। শুধু তা-ই নয়, শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছে টিএলপি। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘হাতের পুতুল’ হয়ে গিয়েছে পাকিস্তান সরকার এবং পাক সেনাপ্রধান আসিম মুনির।

Advertisement

শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানের আরও এক শহর রাওয়ালপিন্ডির রাস্তায় কয়েক লাখ টিএলপি সমর্থক প্রতিবাদ মিছিলে নামায় পুরো স্তব্ধ হয়ে গিয়েছে দুই শহর। ইসলামাবাদে কয়েক হাজার সমর্থক মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেন। বিশাল পুলিশ এবং নিরাপত্তাবাহিনী দূতাবাস ঘিরে রেখেছিল। টিএলপি-র সমর্থকেরা দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন বলছে, দুই শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ফৈজ়াবাদ থেকে আরও একটি ইসলামি দল ‘আকসা মিলিয়ন মার্চ’ মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতে পারে, এই খবর পাওয়ার পরই ইসলামবাদের মূল এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি বন্ধ করে দিয়েছে প্রশাসন।

পাক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, লাহৌরেও টিএলপি সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। আর সেই সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত অনেকে। তবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহৌর এই বিক্ষোভ মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েক জন টিএলপি নেতা-সহ মোট ২৮০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশের অন্য প্রান্তেও বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের দুই শহরে অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট পরিবেষা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement

টিএলপি হল তেহরিক-ই-লাবাইক ইয়া রসুল আল্লাহ (টিএলওয়াইআর)-এর রাজনৈতিক শাখা। প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে ইজ়রায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে তারা। শুধু তা-ই নয়, পাক সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে টিএলপি। তার পরই তারা মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার কয়েল লক্ষ টিএলপি সমর্থক ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরে রাস্তায় নামেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement