পোষ্যদের জন্য

মানুষদের মতোই সমান অধিকার পেতে চলেছে কুকুর এবং বেড়াল। ট্রিগোরোস দেল ভাল নামে স্পেনের ওই শহরের জনসংখ্যা মাত্র ৩০০।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০৩:০৪
Share:

মানুষদের মতোই সমান অধিকার পেতে চলেছে কুকুর এবং বেড়াল। ট্রিগোরোস দেল ভাল নামে স্পেনের ওই শহরের জনসংখ্যা মাত্র ৩০০। স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, পুরসভার সবাই সর্বসম্মত ভাবে এই ব্যবস্থার পক্ষে ভোট দিয়েছেন। মেয়র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় ঠিক করা হয়েছে যে সাধারণ মানুষের মতোই বাঁচার অধিকার থাকবে কুকুর-বেড়ালেরও। এ ছাড়া, মানুষের চিত্তবিনোদনের জন্য কোনও পোষ্যকে কষ্ট দেওয়া হবে না। মেয়রের কথায়, ‘‘মানুষের সঙ্গে সঙ্গেই ওদের কথাও আমাকে ভাবতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement