আমি সম্মানিত, বললেন ট্রাম্প

তিক্ত সমালোচনার পর্ব শেষ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সৌজন্য আর পারস্পরিক সহযোগিতার আবহেই সম্পন্ন হল।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

উত্তরসূরিকে ওভাল অফিসে স্বাগত জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার। ছবি: রয়টার্স।

তিক্ত সমালোচনার পর্ব শেষ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সৌজন্য আর পারস্পরিক সহযোগিতার আবহেই সম্পন্ন হল। প্রায় দেড় ঘণ্টা কথা বলেন দু’জনে।

Advertisement

ওবামার সঙ্গে এই আলাপচারিতা তাঁর কাছে বিরাট সম্মানের বলেও দাবি করলেন সদ্যজয়ী ট্রাম্পসাহেব। স্বীকার করলেন, এই প্রথম ওবামার মুখোমুখি হওয়ার সুযোগ হল তাঁর। ভেবেছিলেন হয়তো ১০-১৫ মিনিট কথা হবে। সেটা দেড় ঘণ্টায় গড়াবে বলে আশা করেনি। ওভাল অফিসে বসে যখন তাঁরা কথা বললেন, মিশেলের সঙ্গে আলাদা করে দেখা করেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। সব মিলিয়ে আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেনি হোয়াইট হাউস।

বুধবারই ওবামা সাদা বাড়ির কর্মীদের বলে রেখেছিলেন, দািয়ত্ব হস্তান্তর পর্বে তিনি তাঁর পূর্বসূরি জর্জ বুশের পথেই হাঁটতে চান। অর্থাৎ রাজনীতির ময়দানে যতই মতান্তর থাকুক, প্রশাসনিক সৌজন্য ও সহযোগিতায় তার কোনও ছাপ না রাখা। বুশ যে রকম মসৃণ ভাবে ওবামার হাতে দায়িত্ব সঁপে দিয়েছিলেন, ওবামাও ঠিক সেটাই করতে চান ট্রাম্পকে।

Advertisement

আগামী মাসে ওবামা এবং ট্রাম্পের মধ্যে দু’প্রস্ত প্রশাসনিক বৈঠক হবে। সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন