যৌনকেচ্ছায় ফের বিদ্ধ প্রেসিডেন্ট

২০০৬-এ ট্রাম্প তখন নিউ ইয়র্কের ধনকুবের এবং চুটিয়ে টিভি-প্রোগ্রাম করছেন। এমন একটা সময়েই তিনি ট্রাম্পের প্রেমে পড়েন বলে জানিয়েছেন ক্যারন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০২:০১
Share:

অবৈধ যৌনতায় আবারও নাম জড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বার বোমা ফাটালেন প্রাক্তন মার্কিন মডেল ক্যারন ম্যাকডগাল। প্রথম বার যৌন সম্পর্কের পরে ট্রাম্প তাঁকে বিপুল পরিমাণে অর্থ দিতে চেয়েছিলেন বলেও গত কাল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

Advertisement

২০০৬-এ ট্রাম্প তখন নিউ ইয়র্কের ধনকুবের এবং চুটিয়ে টিভি-প্রোগ্রাম করছেন। এমন একটা সময়েই তিনি ট্রাম্পের প্রেমে পড়েন বলে জানিয়েছেন ক্যারন। তাঁর দাবি, প্রায় এক বছর তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। এক-আধ বার নয়, ডজনেরও বেশি যৌন সম্পর্ক হয়েছিল। গত মাসেই এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি। তবে ট্রাম্পের অর্থ দিতে চাওয়ার কথা জানালেন কালই প্রথম। মেনে নিলেন, ট্রাম্প তাঁকে বিয়ে করবেন ধরে নিয়েই এগিয়েছিলেন তিনি। কিন্তু এত দিন কেন মুখ খোলেননি? ক্যারন বলেন, ‘‘মানুষটা কেমন, সেটা সবার জানা উচিত। আরও অনেকে বলছে বলেই এগিয়ে এলাম। ভালবাসার কথা বলে কেন যে অর্থ দিতে চেয়েছিলেন, সেটা আজও বুঝতে পারি না।’’

হোয়াইট হাউস সূত্রের খবর, মডেলের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন প্রেসি়ডেন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement