Iran Israel Conflict

ইরানের পরমাণুকেন্দ্রে হামলার পরিণতি নিয়ে আলোচনা! জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

ইরানের পরমাণুকেন্দ্রে ইজ়রায়েলি হামলার পরিণতি নিয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইরানের অনুরোধেই ওই জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৫:২৯
Share:

ইরানের উপর ইজ়রায়েলি হামলার পরিণতি নিয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। —ফাইল চিত্র।

ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতির মাঝে জরুরি বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ-র সদর দফতরে ওই বৈঠকে থাকবেন সংস্থার পরিচালকমণ্ডলী (বোর্ড অফ গভর্নর্‌স)-র সদস্যেরা। সংবাদমাধ্যম ‘বিবিসি’ অনুসারে, সোমবারই ওই বৈঠক হওয়ার কথা।

Advertisement

ইরানের অনুরোধে এই বৈঠকটি ডাকা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। বৈঠকের প্রস্তাবে সমর্থন রয়েছে রাশিয়া, চিন এবং ভেনেজ়ুয়েলার। ‘বিবিসি’ জানিয়েছে, ইরানের পরমাণুকেন্দ্রে ইজ়রায়েলের সামরিক হানার পরিণতি নিয়ে আলোচনার জন্যই জরুরি ভিত্তিতে বৈঠকটি ডাকা হয়েছে। প্রাথমিক ভাবে ইজ়রায়েলি হানার নিন্দা জানিয়ে চলতি সপ্তাহের শেষে একটি প্রস্তাব আনার চেষ্টা করছিল ইরান। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রের ভিত্তিতে ‘বিবিসি’ জানিয়েছে, ওই প্রস্তাবটির সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা কমই। সেই কারণেই একটি সাধারণ বিবৃতির দিকে বেশি নজর দিচ্ছে ইরান। কারণ, এতে ইজ়রায়েলি হামলার নিন্দা থাকলেও থাকতে পারে বলে মনে করছে তেহরান।

বস্তুত, গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সেনা। সেই দিন প্রত্যাঘাত করে ইরানও। তার পর থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সামরিক সংঘাত এখনও দুই দেশের মধ্যেই সীমিত রয়েছে। ইজ়রায়েল এবং ইরানের মধ্যে এই সামরিক সংঘাতের আবহে জরুরি বৈঠকে বসছে আইএইএ।

Advertisement

আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইজ়রায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শীঘ্রই ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। যদিও ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, এই সংক্রান্ত একটি বিলও ইরানের পার্লামেন্টে পেশ করার প্রস্তুতি চলছে। যদিও তাঁর দাবি, গণসংহার করার মতো কোনও অস্ত্র তৈরির বিরোধী তেহরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement