Aryana Sayeed

Aryana Sayeed: গান গেয়েই দেশবাসীর কথা বলব, তালিবানের হুমকিতে না-দমে বার্তা আফগান পপ-তারকার

তালিবান বাহিনীর কাবুল দখলের প্রাক-মুহূর্তে আফগানিস্তান ছেড়েছিলেন পপ-তারকা আরিয়ানা সইদ। জানালেন, দেশ ছাড়লেও গান-বাজনা থামাবেন না তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১১:৩৩
Share:

ফাইল চিত্র। ছবি ইনস্টাগ্রাম থেকে

তালিবদের মারণ-হুমকি সত্ত্বেও সঙ্গীতচর্চা তিনি থামাবেন না। আফগানিস্তানের বাইরেই গান-বাজনা চালিয়ে যেতে চান তিনি। অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে জানালেন আফগানিস্তানের বহুচর্চিত পপ-তারকা আরিয়ানা সইদ। তালিবান বাহিনীর কাবুল দখলের প্রাক-মুহূর্তে আফগানিস্তান ছেড়েছিলেন তিনি। আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে নিজের একটি ছবি নেটমাধ্যমে পোস্ট করে আরিয়ানা জানিয়েছিলেন, তিনি জীবিতই আছেন। আগের রাতের বিনিদ্র ভয়াবহ অভিজ্ঞতা খুব তাড়াতাড়ি তিনি ভাগ করে নেবেন বলেও জানিয়েছিলেন।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বললেন, ‘‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী রয়েছেন। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সঙ্গীতচর্চা চালিয়ে যাব আমি।’’ বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যাঁরা জোরালো সওয়াল করেছিলেন, তাঁদের মধ্যেই অন্যতম আরিয়ানা সইদ।

Advertisement

ফাইল ছবি

বর্তমানে তিনি দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য তিনি আওয়াজ তুলবেন। তাঁর কথায়, ‘‘আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কী করা যায়, তা দেখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন