করোনা টিকা নিলে ‘কুমির’ হতে হবে, বলসেনারোর মন্তব্যে বিতর্ক

এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে বলসেনারো বলেছিলেন এটি ‘সামান্য রোগ’। সেই নিয়েও বিতর্ক শুরু হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসিলিয়া শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৭:১০
Share:

ফাইল ছবি

বিতর্কিত কথা বলে ফের খবরের শিরোনামে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো। এ বার তাঁর বক্তব্য করোনা টিকা নিয়ে। তিনি বললেন, ‘‘ফাইজারের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা নিয়ে আমরা প্রথম থেকেই স্পষ্ট থাকতে চাই। ওই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার দায় আমরা নেব না। হতে পারে টিকা নিয়ে মানুষ কুমিরে পরিণত হলেন, তার দায় ওই মানুষটিকেই নিতে হবে।’’

Advertisement

এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে বলসেনারো বলেছিলেন এটি ‘সামান্য রোগ’। সেই নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। তারপর তিনি দাবি করেছিলেন, টিকা তিনি নেবেন না। ব্রাজিলে করোনা টিকা দেওয়ার সূত্রপাতের সময়েই তাঁর এই কথায় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।

একদিকে যখন আমেরিকায় ফাইজারের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখনই ব্রাজিলে চলছে ফাইজারের শেষ পর্যায়ের ট্রায়াল। তার মধ্যেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলসেনারো বললেন, ‘‘কেউ যদি টিকা নিয়ে সুপার হিউম্যানে পরিণত হন, কোনও মহিলার যদি দাড়ি গজায়, কোনও পুরুষের কণ্ঠ যদি মহিলাদের কণ্ঠে পরিণত হয়, তাহলে সরকার কিছু করতে পারবে না।’’

Advertisement

সেই কারণেই হয়তো তিনি আগেই বলেছিলেন, ‘‘করোনা টিকা দেওয়া শুরু হবে ব্রাজিলে টিকা ছাড়পত্র পেলেই। তবে আমি টিকা নেব না।’’

ব্রাজিলে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ লক্ষ মানুষ। প্রয়াত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৫ হাজার মানুষ। এর মধ্যেও ব্রাজিলের সরকার বলেছে, টিকা দেওয়া আবশ্যক হলেও কাউকে জোর করে টিকা দেওয়া যাবে না।

আরও পড়ুন: ফাইজারের করোনা টিকা নেওয়ার পর অজ্ঞান হয়ে পড়লেন নার্স, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: প্রতিষেধক না নেওয়ার অধিকার রয়েছে আমার, বলসোনারোর মন্তব্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন